বর্ষা ঋতুর স্কিন কেয়ারে নিখাদ এর ঘরোয়া কিছু টিপসঃ
১-স্কিন টাইপ যেমন ই হোক দিনে অনন্ত ৩-৪ বার নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। যাতে স্কিনের অতিরিক্ত তেল জমতে না পারে এবং ময়লা ও ইনফেকশন এর হাত থেকে রক্ষা পায়।
২- অহেতুক স্কিনে হাত না লাগানো।এতে হাতের জীবাণু খুব সহজে স্কিনে ছরিয়ে পরে। স্কিনে হাত দিতে হলে অবশ্যই হাত সেনিটাইজ করে নেয়া উচিত। চাইলে এর জন্য খুব ছোট সাইজের হ্যান্ড সেনিটাইজার রাখতে পারেন আপনার সাথে সব সময়।
৩- পর্যাপ্ত পানি খেতে হবে এই সময় টা তে। যাতে স্কিন ডিহাইড্রেড না হতে পরে।
৪- বৃষ্টি হচ্ছে বলে ধুলো, বালি বা সূর্যের ক্ষতি কারক uv ray নেই কথা টি একদমই ভূল।এই সময় সরাসরি সূর্য দেখা না গেলেও বাইরে যাবার সময় অবশ্যই সান প্রটেকশন নিতে হবে।
৫- স্কিন এক্সফলিয়েট করা বা স্কিন স্ক্রাবিং করা খুবই গুরুত্বপূর্ণ , প্রাকৃতিক কিছু পন্য দিয়েই করা যায়। তবে ঘরে না থাকলে চাইলে চালের গুড়া বা কফি দিয়ে করে নিতে পারেন এক্সফলিয়েট।
৬ – স্কিন ময়েশ্চায়ারাইজ করা এটা মেইনলি ড্রাই স্কিনের জন্য। মধু, গ্লিসারিন + গোলাপ,এলোভেরা জেল, জল,দুধ ,দই বা স্কিন বেশি ড্রাই হলে নিমতেল,বাদাম তেল দিয়ে ই সেরে নেয়া যায় এই কাজ টি।
৭- ফাইনালি সপ্তাহে ৩-৪ দিন স্কিন টাইপ অনু্যায়ী ফেইস প্যাক লাগানো।
এভাবে যত্ন নিলে আশা করি এই ঋতুতে স্কিন হয়ে উঠবে ঠিক গাছের কচি পাতার মতোই হাস্যোজ্জ্বল।