N-0110 #নিখাদ কস্তুরি হলুদ
(NIKHAD WILD TURMERIC POWDER)
কস্তুরী হলুদ দেখতে অনেকটা কাঁচা হলুদের মতো। ভিতরের হলুদের রং হালকা বা গাঢ় হয়ে থাকে এবং সাধারন হলুদের থেকে হালকা একটি গন্ধ থাকে। প্রাচীন কাল থেকেই এই হলুদ নানা ভেবে ব্যবাহার হয়ে আসছে আর এর কারন এর নানাবিধ গুন।
জেনে নেই এর কস্তুরি হলুদ কিছু গুনাগুনঃ
- ব্রন দূর করে ও প্রাকৃতিক ভাবে স্কিন ব্রাইট করতে সাহায্য করে। ।
- লোমকুপের তেল কমাতে সাহায্য করে।
- চোখের নিচের কালোদাগ দূর করেএবং স্ট্রে্চ মার্ক দূর করে।
- এটি এ্যান্টি- ট্যানের কাজ করে।
নিখাদ কস্তুরি হলুদ বিষেশত্বঃ
কস্তুরি হলুদ সংগ্রহের পর পরিষ্কার পরিচ্ছন করে নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুত করা হয় নিখাদ কস্তুরি হলুদ গুড়া। তাই নিখাদ কস্তুরি হলুদ গুড়া ধুলা-বালি এবং অপ্রত্যাশিত উপাদান মুক্ত। এছাড়া কস্তুরি হলুদ গুড়া কোন ক্যামিক্যল ব্যবহার করা হয় না বলে স্কিনের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে না।
সাধারণ কিছু ব্যবহার
নিখাদ কাস্তুরি হলুদ অনেক ভাবে ব্যবহার করা যায়।
আপনার স্কিন যদি অয়েলি হয় তবে কাস্তুরি হলুদ ও লেবুর কয়েক ফোটা রস দিয়ে সামান্য পানি দিয়ে গুলে ফেইসে লাগাতে পারেন এবং চাইলে যোগ করতে পারেন বেসন।
তবে খেয়াল রাখতে হবে লেবু তে আপনার স্কিনে ইরিটেসন হয় কিনা যদি হয় তাহলে লেবু এড়িয়ে চলুন।
এবং যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে লেবু না দিয়ে ব্যবহার করুন টকদই।
এছাড়া নিখাদ কাস্তুরি হলুদ এর সাথে ব্যবহার করতে পারেন নিখাদ মুলতানি মাটি,নিখাদ চন্দন গুড়া যা একটি ফেইস ম্যাস্ক রুপে ব্যবহার করা যাবে।
তবে মনে রাখবেন হলুদ দেয়া অবস্থায় বাইরে বের না হওয়া টাই ভালো এতে স্কিন কালো দেখাবে।
তাই রাতে ব্যবহার করাই ভালো।
সর্তকতাঃ সংবেদনশিল ত্বকে ব্যবহার নিঃস্প্রয়োজন।
Reviews
There are no reviews yet.