নিমের বীজ থেকে নিমতেল তৈরি হয়ে থাকে । যাদের গ্রামে যাতায়াত রয়েছে তার হয়ত এই বীজ দেখেছেন । তবে সিজন ছাড়া দেখা মেলা ভার। নিমবীজ থেকে মেশিনের মাধ্যমে পিশে বের করা হয় নিমতেল। যেহেতু সিজন ছাড়া দেখে মিলবে না নিম বীজের তাই এটি পেতে হলে গুনতে হবে একটু বেশি টাকা।এছাড়া নারকেল তেল বা সরষের তেল এর সাথে নিমপাতা মিশিয়েও ঘরেই তৈরি করে নেওয়া যায় এই তেল । তবে এর গুনাগুন সঠিক মাত্রায় পাওয়া সম্ভব নয় আর কাচা পাতা দিয়ে জাল করায় খুব বেশি দিন ভালো থাকে না তেলটি।
এবার চলুন জেনে নেয়া যাক কি কাজে ব্যাবহার করতে পারেন নিখাদ নিমতেলঃ-
মশার হাত থেকে রক্ষা পেতে নিমতেল শরীরে লাগিয়ে রাখতে পারেন। এছাড়া যাদের স্কিনে রিনকেল রয়েছে তারা ফেইস প্যাক এর সাথে ব্যাবহার করতে পারেন। এটি মাথার উকুন তাড়াতেও ভালো কাজ করে। এছাড়াও চুলের কন্ডিশনার এর কাজ করে নিমতেল।
এবার বলি কাদের জন্য এই তেল ব্যাবহার করা একদমই ঠিক নয়ঃ –
গর্ভবতী মহিলা, সন্তান নিতে ইচ্ছুক মহিলা বা পুরুষ, বা শিশুদের নিমতেল খাওয়া ঠিক নয়।
এছাড়া নিমতেলে অনেকের এলার্জির হতে পারে তাই ব্যাবহার পূর্বে সতর্ক থাকা উচিত।
অর্ডার করতে কল করতে পারেন আমাদের সেলস নম্বরেঃ- 017 5257 1189
#NikhadOfficial
Najia Ahmed –
pure