Coconut oil (নারিকেল তেল)
নারিকেল তেল আমাদের অতি পরিচিত একটি বিশেষ কার্যকরী প্রাকৃতিক উপাদান।এই তেলে রয়েছে অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণ।চুলের যত্নে, চামড়ার খসখসে ভাব দূর করতে ও ওজন কমানো সহ নারিকেল তেলের নানাবিধ উপকারিতার কথা কম বেশি সবারই জানা।
কৃষকের কাছ থেকে নারকেল সংগ্রহ, করে সেগুলো রোদে শুকিয়ে নিজেদের ব্যবস্থাপানায় তৈরি হয় নিখাদ নারকেল তেল।উৎপাদন খরচ অনুযায়ী দাম কিছুটা বেশি হলেও শতভাগ বিশুদ্ধ নারকেল তেল পাবেন নিখাদে