Your Cart
:
Qty:
Qty:
পেডিকিওর প্যাক পায়ের যত্ন নিতে অনেকেই ছুটেন পার্লারে৷ অথচ ঘরে বসেই কিন্তু পেডিকিউর করা যায় সহজে। ফুট প্যাক এ আছে মুলতানি মাটি,শঙ্খ গুড়া,বেসন,কাঁচা হলুদ ও অনান্য হার্বস।এতে পায়ের ময়লা দূর হয় এবং ব্রাইট হয়।
এই প্যাক ব্যবহারে-
পায়ের স্কিন সফট হয়
কালো দাগ দূর হয়
পায়ের ডেড সেল রিমোভ করে
পায়ের স্কিন ব্রাইট হয়
কিভাবে ব্যবহার করবেন?
প্রথমে হালকা গরম পানিতে শ্যাম্পু, লবণ ও সামান্য তেল মিশিয়ে নিতে হবে। তাতে হাত-পা ডুবিয়ে নিন।এবার প্রয়োজন মতো ফুট স্ক্রাবার প্যাক টি হতে প্রয়োজন অনুযায়ী পাউডার পানি দিয়ে পেস্ট করে নিয়ে পায়ে সার্কুলার মোশনে হাল্কা ভবে স্ক্রাবিং করুন।অথবা এরপর ফুট কেয়ার প্যাকটি হতে প্রয়োজন অনুযায়ী পাউডার পানি + টমেটো /লেবুর রস দিয়ে পেস্ট করে লাগিয়ে নিন, ১০-২০ মিনিট রেখে হালকাভাবে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।সবশেষে অলিভ অয়েল, গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে পায়ের স্কিনে লাগিয়ে নিন। এতে পায়ের স্কিন মসৃণ হয়। চাইলে নারিকেল তেলও লাগাতে পারেন।★ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত ২ দিন করুন।